রেইজ প্রকল্পের RPL সনদায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

0

মৌসুমী প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে আজ (বুধবার ৮মে ২০২৪ইং) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হলো রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের ৬ মাস মেয়াদি কোর্স  সম্পন্নকারী তরুণদের RPL সনদায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মৌসুমী-রেইজ প্রকল্পের সমন্বয়কারী নূরুন নাহার এর সভাপতিত্বে উক্ত ওরিয়েন্টেশনে সেশন পরিচালনা করেন নওগাঁ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ওয়েল্ডিং ও ফেব্রিকেশন বিভাগের ইন্সট্রাকটর জনাব সানজিদা পারভিন। এসময় অংশগ্রহণকারীদের RPL সনদায়নের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন রেইজ প্রকল্পের লাইভস্কিল এন্ড এন্টারপ্রিনিউরশীপ ডেভেলপমেন্ট অফিসার মোঃ সিফাত ইসলাম।

ওরিয়েন্টেশনে RPL সনদায়ন কি ও এর গুরুত্ব, প্রয়োজনীয় দক্ষতা, সনদের জন্য দরকারী কাগজপত্র, RPL সনদের ব্যবহার, সনদ প্রাপ্তিতে প্রকৃয়া বা ধাপ সমূহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন নওগাঁ জেলার বিভিন্ন এলাকার রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের ওয়েল্ডিং ও ফেব্রিকেশন ট্রেডের প্রায় ২০ জন কোর্স সম্পন্নকারী তরুন। 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

Search This Blog

To Top