জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজারের মোঃ
হাবিবুল্লাহ। পেশায় ক্ষুদ্র উদ্যোক্তা। তিলকপুর বাজারের নিজস্ব দোকানে রয়েছে ইলেকট্রনিক্স
পণ্যের দোকান, নাম মাহিন ইলেকট্রনিক্স। ২০২৩ সালে আগেও তিনি স্বপ্ন দেখতেন নিজের একটি
ব্যবসা প্রতিষ্ঠান হবে। পেশায় বৈদ্যুতিক মিস্ত্রি হিসেবে প্রায়সই বিভিন্ন স্থানে বিদ্যুতের
লাইন মেরামত ও ওয়্যারিং এর কাজে যেতে হত হাবিবুল্লাহ কে। সে সময় বৈদ্যুতিক নানান সরঞ্জাম
প্রয়োজন হয় তার। যা স্থানীয় বা পাশের এলাকার বাজার থেকে সংগ্রহ করতে হতো তাকে। একসময়
তিনি নিজের একটি বৈদ্যুতিক সরঞ্জাম এর দোকানের প্রয়োজনীয়তা অনুভব করলেন এবং নিজের কাছে
জমানো প্রায় ২৫ হাজার টাকা নিয়ে পৈত্রিক বসতবাড়ির সামনের একটি ঘরে শুরু করেন ২০২৩ সালে।
ব্যবসা শুরুর পরেই পরেন পুঁজি সংকটে। মৌসুমী তিলকপুর রেইজভুক্ত শাখায় যোগাযোগ করেন
ঋণের জন্য। সেখান থেকে ৭০ হাজার টাকা ঋণগ্রহণ করেন। ঋণের পাশাপাশি ১৬ দিনব্যাপী ব্যবসায়
ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ গ্রহণ করেন। তারপর দোকানে আরো ক্রেতা
চাহিদা সম্পন্ন পণ্য রাখেন এবং নিয়ম মেনে ঝুঁকি ব্যবস্থাপনা করে ব্যবসায়িক কার্যক্রম
পরিচালনা করছেন।
হাবিবুল্লাহ
বলেন-‘ব্যবসা শুরু করে যখন পুঁজি সংকটে পরলাম তখন আমার স্ত্রীর পরামর্শে মৌসুমী অফিসে
গিয়ে জানানোর পর ওনারা আমাকে রেইজ ইউথ লোন নেয়ার পরামর্শ দেয়। সহজ শর্তে এই ঋন ও প্রশিক্ষণ
পেয়ে আমি ব্যবসা টা সুন্দরভাবে পরিচালনা করার পরিকল্পনা করেছি। সঠিক ব্যবস্থাপনায় ব্যবসা
পরিচালনা করলে ব্যবসায় বিক্রয় বেশি হয় এতে লাভও বেশি হচ্ছে’।
হাবিবুল্লাহ
শুধু নিজেই ব্যবসায়ী হয়েছেন এমন না। তার প্রতিষ্ঠানে স্থানীয় প্রায় ৩ জন বেকার যুবকের
কাজের সুযোগ হয়েছে। ভবিষ্যতে এই ব্যবসার পাশাপাশি সন্তানদের মানুষ করা ও ব্যবসার পরিধি
আরো বৃদ্ধি করার বিষয়ে বদ্ধপরিকর তিনি।