নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের দোহানগর গ্রামে অভিযান চালিয়ে মাটির নিচের বাঙ্কার থেকে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানার তদন্ত ওসি সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এসআই শামীম, এসআই আল-আমিন, এসআই জাহাঙ্গীর আলম, এএস আই রমজান, এএস আই নজরুল ইসলাম, এএসআই আফজাল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। তবে অভিযান পরিচালনাকালে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা ঘরবাড়ি ফেলে পালিয়েছে।
![]() |
জব্দকৃত দেশীয় মদ তৈরির সরঞ্জামাদি |
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল আব্দুল মমীন স্যারের দিকনির্দেশনায় ও ওসি পত্নীতলার সহযোগিতায় আমরা তিনঘন্টা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশী মদসহ সরঞ্জামাদি উদ্ধার করতে সমর্থ হয়েছি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বাসা থেকে তারা সবাই পালিয়ে যায়।