পত্নীতলায় বাঙ্কার থেকে চোলাই মদ ও সরঞ্জামাদি উদ্ধার

0

নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের দোহানগর গ্রামে অভিযান চালিয়ে মাটির নিচের বাঙ্কার থেকে বিপুল পরিমাণ দেশীয় চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ তৈরির কারখানা ও বিপুল পরিমাণ মদসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। কয়েকটি বাড়ির মদ কারখানায় প্রায় ১০ হাজার লিটার দেশীয় চোলাই মদ পাওয়া গেছে।
পুলিশ জানায়, রাতে আমরা একটি গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা থানার তদন্ত ওসি সেলিম রেজার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম এসআই শামীম, এসআই আল-আমিন, এসআই জাহাঙ্গীর আলম, এএস আই রমজান, এএস আই নজরুল ইসলাম, এএসআই আফজাল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। তবে অভিযান পরিচালনাকালে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা ঘরবাড়ি ফেলে পালিয়েছে।

জব্দকৃত দেশীয় মদ তৈরির সরঞ্জামাদি

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত সেলিম রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল আব্দুল মমীন স্যারের দিকনির্দেশনায় ও ওসি পত্নীতলার সহযোগিতায় আমরা তিনঘন্টা অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশী মদসহ সরঞ্জামাদি উদ্ধার করতে সমর্থ হয়েছি। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা বাসা থেকে তারা সবাই পালিয়ে যায়।

Post a Comment

0 Comments
Post a Comment (0)

Search This Blog

To Top