সিসিডিএ সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন

0

মোঃ নূরুন্নবী রাসেল, দাউদকান্দি, কুমিল্লাঃ ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ' প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপন করলো সিসিডিএ। দিবসটি উপলক্ষে সেন্টার ফর কমিউনিটি ডেভেলপমেন্ট এসিস্টেন্স (সিসিডিএ)র দাউদকান্দি উপজেলার আদমপুর কার্যালয়ে সিসিডিএ-সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে আলোচনা সভা ও যুব র‍্যালীর আয়োজন করা হয়। আজ (বুধবার, ১ নভেম্বর ২০২৩) সকাল ১০টায় আদমপুর কার্যালয়ের সভা কক্ষে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মোঃ হাসান আলীর সভাপতত্বে বক্তব্য রাখেন এসইপি প্রকল্প ব্যবস্থাপক মো: মাসুদ আলম, রেইজ প্রকল্প সমন্বয়কারী মো: জাহিদুল ইসলাম, এলাকা কর্মকর্তা মোঃ আবুল কালাম কাজী, ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ নুরুন্নবী রাসেল, কৈশোর কর্মসূচি কর্মকর্তা সঞ্জয় সাহা প্রমুখ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন  সংস্থার প্রকল্প ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।


আলোচনা সভায় বক্তারা যুবশক্তিকে কাজে লাগিয়ে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে করণীয় বিষয়ে আলোচনা করেন। এসময় আধুনিক তথ্য প্রযুক্তির নেতিবাচকতা থেকে নিজেদের বাঁচিয়ে প্রযুক্তিকে নিজেদের দক্ষতা অর্জনে কাজে লাগানোসহ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভার পূর্বে সংস্থার আদমপুর কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি যুব র‍্যালী বের করা হয়। এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে তা আলোচনা সভাস্থলে এসে মিলিত হয়। জাতীয় যুব দিবসের আয়োজনের এসকল কার্যক্রমে অংশগ্রহণ করেন সমৃদ্ধ ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক যুব কমিটির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Post a Comment

0 Comments
Post a Comment (0)

Search This Blog

To Top